শেরপুর

শেরপুরে চলতি আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

  স্বাধীন বাংলা নিউজ ২৩ নভেম্বর ২০২৩ , ২:২১ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে চলতি আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

মেহেদী হাসান শামীম: শেরপুরে চলতি আমন ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে ভার্চ্যুয়ালী যুক্ত থেকে এ সংগ্রহ অভিযান উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধান চন্দ্র মজুমদার।

এসময় শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, জেলা খাদ্য বিভাগের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা এলএসডি-১ মো. মিজানুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য বিভাগ জানায়, চলতি আমন ধান-চাল সংগ্রহ অভিযানে ৩০ টাকা কেজি দরে ৩ হাজার ৩২৩ মেট্টিক টন ধান এবং ৪৪ টাকা কেজি দরে ৭ হাজার ৯৮ কেজি চাল সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে।

এছাড়া কৃষকের অ্যাপের মাধ্যমে এবার ধান ক্রয়ের আবেদন পড়েছে ৩২৭ জন কৃষকের। তবে জেলায় অ্যাপ ব্যবহারকারী কৃষকের নিবন্ধন করা হয়েছে ২২ হাজার ৫৩৯ জনের। জেলায় এবার আমন ধানের সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৯৯৮ মেট্টিক টন।