শেরপুর

শেরপুরের গারো পাহাড়ে আবারো এক বন্যহাতির মরদেহ উদ্ধার

  স্বাধীন বাংলা নিউজ ৫ অক্টোবর ২০২৩ , ৬:১২ পিএম অনলাইন সংস্করণ

শেরপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তঘেষা ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের ছোট গজনী এলাকার ধানক্ষেতের পাশ থেকে ৫ অক্টোবর সকাল ১০টার দিকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ।

হাতিটির মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত করতে পারেনি বন বিভাগ।

বনবিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, গারো পাহাড়ের ছোট গজনীর কামাল গারোর ধানের ক্ষেতের পাশ থেকে হাতিটাকে উদ্ধার করা হয়েছে। হাতি উদ্ধারের পর থেকেই ধান ক্ষেতের মালিক পলাতক রয়েছে।

হাতিটার মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে হাতিটি মারা গেছে।