ঝিনাইগাতি

জাতীয় কন্যা দিবস উপলক্ষে ঝিনাইগাতীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৩৬ পিএম অনলাইন সংস্করণ

জাতীয় কন্যা দিবস উপলক্ষে ঝিনাইগাতীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান,(ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক সুনিয়া দাস, আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুন্নি আক্তার আশা প্রমুখ। বক্তারা নারী-পুরুষের সমতা নিয়ে সভায় আলোচনা করেন।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে একটি
র‌্যালী উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে।