শেরপুর

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন মতবিনিময় সভা অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ১২ মার্চ ২০২২ , ৮:২৪ পিএম অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন মতবিনিময় সভা অনুষ্ঠিত



বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন মতবিনিময় সভা অনুষ্ঠিত 
নিজস্ব প্রতিনিধি: 
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন (BUPMKA) এর শেরপুর জেলা কমিটি গঠনের লক্ষে শনিবার ( ১২মার্চ)দুপুরে জেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহা এস আই শাহীন সাফওয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভা উনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
প্রধান অতিথির বক্তব্যে, মেম্বার এসোসিয়েশনের প্রতি একাগ্রতা প্রকাশ করে বলেন, ইউপি মেম্বারদের কাছে আমি ঋণী, তারা আমার সহোদর ভাই, আপনাদের যেকোন সমস্যায় আমি আপনাদের পাশে সহোদর ভাইয়ের মতোই দাঁড়িয়ে ঋাণ শোধ করবো ইনশাআল্লাহ। সভাপতির শুভেচ্ছা বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মুহাঃ এস আই শাহীন সাফওয়ান বলেন, ঐক্য ছাড়া পৃথিবীর কেউ কখনো তাদের ন্যায্য দাবী আদায় করতে পারেনি, আসুন আমরা ঐকান্তিক ভাবে সম্মানী ভাতা বৃদ্ধি সহ সকল নৈতিক অধিকার আদায়ের লক্ষে একই প্লাটফর্মে সমবেত হই।
 এসময় আরো উপস্থিত ছিলেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক জাহিদুল হক মনির, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ফারক আহমেদ, মিজান খন্দকার মেম্বার, লাল মিয়া মেম্বার, শামসুজ্জামান মেম্বার, বেলায়েত হোসেন মেম্বারসহ শেরপুর জেলার ৫ উপজেলার প্রায় শতাধিক মেম্বার।