নকলা

নকলায় পাঠাগারের যাত্রা শুরু

  স্বাধীন বাংলা নিউজ ১০ সেপ্টেম্বর ২০২২ , ৯:০৯ পিএম অনলাইন সংস্করণ

নকলায় পাঠাগারের যাত্রা শুরু



নকলায় পাঠাগারের যাত্রা শুরু
নকলা উপজেলা প্রতিনিধিঃ-
হাসান মিয়া
বই পাঠের মাধ্যমে শিশু-কিশোরদের দেশাত্ববোধ তৈরি ও সুস্থ সংস্কৃতি চর্চার লক্ষে শেরপুরের নকলা উপজেলায় পাঠাগারের যাত্রা শুরু হ‌য়ে‌ছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় পাঠাগারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.সৌমিত্র শেখর।
এর আগে, নকলা উপজেলা পরিষদ হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। 
নকলা পাঠাগার পরিচালনা পরিষদের সদস্য এফ এম কামরুল আলম রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইস্কান্দার হাবীব।
নকলা পাঠাগারের সাধারণ সম্পাদক রুমি খানের সঞ্চালনায় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপস্থিত ছি‌লেন নকলা পৌর আ’লী‌গের সভাপ‌তি মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম‌্যান সা‌রোয়ার আলম তা‌লুকদার প্রমুখ।
বক্তারা, শিশু-কিশোরদের সুস্থ সংস্কৃতি চর্চা ও সমাজ সচেতন করতে পাঠাগারটি বিশেষ ভূমিকা রাখবে পাশাপা‌শি নতুন প্রজন্মকে কুসংস্কার থেকে দূরে থেকে প্রকৃত শিক্ষা গ্রহণে বেশি করে বই পড়ার পরার্মশ দেন বক্তারা।
উল্লেখ‌্য, নকলার কৃ‌তি সন্তান অ‌স্ট্রেলিয়ার নাগ‌রিক আবু শ‌রিফ কামরুজ্জামা‌নের উ‌দ্যো‌গে ও নকলার স‌চেতন নাগ‌রিক‌দের অর্থায়‌নে উপ‌জেলা চেয়া‌রম‌্যা‌নের বাসভবনে এই পাব‌লিক পাঠাগার‌টি স্থাপন করা হয়। এ‌তে ৪ হাজারের বেশি বিভিন্ন ধর‌ণের বই, ৩টি কম্পিটারসহ প্রায় ৪০ জন পাঠকের বই পড়ার ব্যবস্থা আছে।