শেরপুর

শেরপুরে কীর্তিময়ী নারী সম্মাননা পেলেন ৭ নারী

  স্বাধীন বাংলা নিউজ ১০ ডিসেম্বর ২০২২ , ৬:৩১ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে কীর্তিময়ী নারী সম্মাননা পেলেন ৭ নারী



শেরপুরে কীর্তিময়ী নারী সম্মাননা পেলেন ৭ নারী
শেরপুর প্রতিনিধিঃ
 শেরপুরে নানা ক্ষেত্রে অবদান, জীবন যুদ্ধে সংগ্রামী সৈনিক, মানবিক কর্মকান্ডে জড়িত, ত্যাগী সমাজসেবকসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৭ নারীকে কীর্তিময়ী সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকালে পৌর মুক্ত মঞ্চে সামাজিক প্লাটফর্ম “জনউদ্যোগ” এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন। কীর্তিময়ী সম্মাননা প্রাপ্তরা হলেন, অধ্যাপক তাসলিমা বেগম, রাজিয়া সামাদ ডালিয়া, অধ্যাপক খালেদা রায়হান রুবি, শামছুন্নাহার কামাল, কল্যাণী কর্মকার, লুৎফুনন্নাহার ও অহনা কোচ।
এসময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, শেরপুর সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান, মডেল গালস্ মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তপন সারোয়ার, অধ্যাপক ড. আব্দুল আলীম, অধ্যাপক শিব সংকর কারুয়া শিবু প্রমূখ।