শেরপুর

ঝিনাইগাতীতে ১২৭০ প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

  স্বাধীন বাংলা নিউজ ১৫ জুন ২০২৩ , ৩:৩৮ পিএম অনলাইন সংস্করণ

ঝিনাইগাতীতে ১২৭০ প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার



ঝিনাইগাতীতে ১২৭০ প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার 
মিজানুর রহমান , (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ/২০২৩-২০২৪ মৌসুমে আমন ধানের (উফশী জাত)আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২৭০জন প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার।
 ১৫ জুন বৃহস্পতিবার দুপুরের উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অফিস প্রাঙ্গনে এসব বীজ ও সার আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক-আল মাসুদ এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার । 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান উপজেলা ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেস নাঈম। 
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা ৭ইউনিয়নের ১২৭০ জন কৃষককে প্রণোদনা হিসেবে এসব বীজ ও সার প্রদান করা হয়। এতে প্রতিজন কৃষক ৫ কেজি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেলেন।
  এই সার ও বীজ দ্বারা একজন প্রান্তিক কৃষক তার ১ বিঘা জমিতে উচ্চ ফলনশীল উফশী জাতের ধান রোপণ করতে পারবেন। 
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রান্তিক কৃষক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।