শেরপুর

শেরপুরে ২৬শত কেজি চোরাই চিনি উদ্ধার

  স্বাধীন বাংলা নিউজ ২১ জুন ২০২৩ , ১:৩৩ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে ২৬শত কেজি চোরাই চিনি উদ্ধার



শেরপুরে ২৬শত কেজি চোরাই চিনি উদ্ধার 
শেরপুর প্রতিনিধি:
শেরপুর শহরের দমদমা কালিগঞ্জ জেলখানা মোড় সংলগ্ন এলাকা থেকে ৫২ বস্তায ২৬শত কেজি চোরাই চিনি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ২০ জুন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ওই চিনি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ গোপনসূত্রে জানতে পার শহরের উপকন্ঠ দমদমা কালিগঞ্জ জেলখানা মোড়ে গোপনে চিনি মজুত করা হচ্ছে। পরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এক অভিযান চালিয়ে ত্রিপল দিয়ে ঢাকা বালুর ডিবির নীচে ৫০ কেজি ওজনের মোট ৫২ বস্তা চোরাই চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ইসমাইল হোসেন নামে এক ব্যবসায়ী ও তজু মিয়া নামে এক পিকাপ চালকের নাম শুনা যাচ্ছে। পুলিশ চিনি উদ্ধার করে থানায় নিয়ে আসার পর থেকেই ওই দুই ব্যক্তি গা ডাকা দিয়েছেন। স্থানীয়রা বলছেন ওই ২ ব্যক্তিকে আটক করলেই সমস্ত তথ্য বেড়িয়ে আসবে।
উদ্ধারকৃত ২৬শত কেজি চিনির বর্তমান বাজার মূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা।
এব্যাপারে শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল চোরাই চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।