ঝিনাইগাতি

শেরপুরের ঝিনাইগাতীতে কীর্তিমান বাবা সম্মাননা ২০২৩ অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ১ জুলাই ২০২৩ , ৮:২৬ এএম অনলাইন সংস্করণ

শেরপুরের ঝিনাইগাতীতে কীর্তিমান বাবা সম্মাননা ২০২৩ অনুষ্ঠিত



শেরপুরের ঝিনাইগাতীতে কীর্তিমান বাবা সম্মাননা ২০২৩ অনুষ্ঠিত 
মিজানুর রহমান, (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি :শেরপুরের ঝিনাইগাতী আলোর সন্ধানে (আসঝি) সংগঠন মানবিক সেবায় এক ধাপ এগিয়ে রয়েছে। 
এ সংগঠনটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী ও সামাজিক ও শিক্ষামূলক সংগঠন। 
এ সংগঠনটি দীর্ঘদিন ধরে দরিদ্র অসহায় মানুষের মাঝে সাহায্য প্রদান করে আসছে। 
ঝিনাইগাতী উপজেলার অন্যতম বৃহত্তম একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী,সামাজিক ও শিক্ষামূলক সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী(আসঝি)। উংক্ত সংগঠনটির দীর্ঘ ০৮ মাসের জরিপে ঝিনাইগাতী উপজেলার ০৭টি ইউনিয়ন হতে ০৭ জন বাবাকে কীর্তিমান বাবা-২০২৩ নির্বাচিত করা হয়েছে। 
তারই পরিপ্রেক্ষিতে গতকাল ৩০/০৭/২০২৩ খ্রি:বিকাল ৪.০০ টায় ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কীর্তিমান বাবাদের সন্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয় এবং সংগঠনের সর্বোচ্চ রক্তযোগান দাতা ও সক্রিয় সদস্যদের মাঝে প্রধান অতিথি ক্রেষ্ট প্রদান করেন।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রভাষক মোঃ আবুল হাশেম,আলহাজ্ব শফিউদ্দিন আহমদ কলেজ,
সংগঠনের প্রধান সমন্বয়ক হারুন অর রশিদ, আহ্বায়ক শাহপরান এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।