জামালপুর

মাদারগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ১১ অগাস্ট ২০২৩ , ৯:২৩ এএম অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত



মাদারগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত 
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
বিট পুলিশিং বাড়ি বাড়ি-নিরাপদ সমাজ গড়ি” এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১০ আগস্ট) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় তেঘরিয়া বাজার মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, সিনিয়র সহঃ পুলিশ সুপার স্বজল কুমার সরকার, ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল করিম। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহবুবুল হক, সঞ্চালনায় চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম। উল্লেখ্য যে,মাদক,জুয়া,ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন ,অশ্লিলতা,সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতামুলক এ বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।