শেরপুর

সরকারি আশেক মাহমুদ কলেজের তিন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

  স্বাধীন বাংলা নিউজ ১৪ নভেম্বর ২০২৩ , ১১:৪৭ পিএম অনলাইন সংস্করণ

সরকারি আশেক মাহমুদ কলেজের তিন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

মেহেদী হাসান শামীম: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের তিন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বিদায়ীরা হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল বার্সেদ, সহযোগী অধ্যাপক রাশেদ কারামী, সহকারী অধ্যাপক মো: আজাদুল ইসলাম। ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে উদ্ভিদবিজ্ঞান বিভাগের আয়োজনে একাডেমিক ভবনের শ্রেণিকক্ষে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হারুন অর রশিদ।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নিয়ামুল হকের সভাপতিত্বে ও প্রভাষক রৌশন আলম মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব, শিক্ষক সংসদের সম্পাদক শাকের আহম্মদ চৌধুরী।

এসময় অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আরিফুর রহমান আকন্দ, সহকারী অধ্যাপক মো: শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জে.এম বদরুজ্জামান, প্রভাষক মো: সোহাগ ইমরান, প্রভাষক মো: রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে তিন শিক্ষকের বদলিজনিত কারণে উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে তাদেরকে বিদায়ী সংবর্ধনা সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়। এসময় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষক সহ প্রায় আড়াই শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।