শেরপুর

নির্বাচনী এলাকায় তফসিলের আগমুহূর্তে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী:প্রস্তুতি চলছে নেতাকর্মীদের

  স্বাধীন বাংলা নিউজ ১০ নভেম্বর ২০২৩ , ৮:২৩ এএম অনলাইন সংস্করণ

নির্বাচনী এলাকায় তফসিলের আগমুহূর্তে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী:প্রস্তুতি চলছে নেতাকর্মীদের

সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি ১১,১২ নভেম্বর ২০২৩ ) দুই দিনের সফরে নির্বাচনী এলাকায় শেরপুরে-২ (নকলা ও নালিতাবাড়ী) আসছেন।

সংসদ উপনেতাকে স্বাগত জানাতে প্রস্তুত জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। দুই দিনের সফরসূচি সম্পর্কে জানিয়েছেন সংসদ উপনেতার একান্ত সচিব মোহাম্মদ শাহজালাল।

সফরসূচিতে উল্লেখ রয়েছে, শনিবার  নিজ বাসভবন রমনা এ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে সড়ক পথে শেরপুর জেলার নকলার উদ্যেশে যাত্রা শুরু করবেন এবং রাত  ৮টার দিকে নকলায় এসে পৌঁছাবেন।

১২নভেম্বর রবিবার সকাল ৯ টার সময় নালিতাবাড়ীর কেন্দুয়াপাড়া দারুলউলুম  হাফিজিয়া মাদ্রাসা  এবং সকাল ১১ঘটিকায় পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে এই দুই স্থানে ১২ ইউনিয়ন একটি পৌরসভার সকল নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক ও সমমান দাখিল মাদ্রাসার মেধাক্রমনোসারে ষষ্ট, সপ্তম,অষ্টম , নবম, দশম,মোট ৫শ্রেণীর ১৬ জন করে,এদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণ করবেন।

সেই সাথে উপনেতার ঐচ্ছিক তহবিল থেকে কবরস্থান গোরস্থানের মাটি ভরাট এবং শ্মশান সূমহের জন্য অনুদান প্রধান করবেন।


এভাবে দুই উপজেলাতে বিতরণ শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর একান্ত সচিব মোহাম্মদ শাহজালালসহ অন্যান্য কর্মকর্তারা তার সফরসঙ্গি হবেন।