শেরপুর

শেরপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার।

  স্বাধীন বাংলা নিউজ ২৮ ফেব্রুয়ারী ২০২৩ , ৭:১৬ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার।



শেরপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার। 
শেরপুর প্রতিনিধি: 
শেরপুরের নালিতাবাড়ীতে এক শিশুকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আহম্মদ আলীকে ৮ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব -১৪ জামালপুর ক্যাম্প।সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮ টায় গাজীপুর সদর থানার গাজীপুরা এলাকায় তার মেয়ের বসতঘর থেকে তাকে গ্রেফতার করে। আহমদ আলী নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামের বাসিন্দা। সে পরিচয় গোপন করে গাজীপুরে বিভিন্ন মাদ্রাসায় আরবি শিক্ষকতা করে আসছিল।
র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম দরিদ্র এক ভিক্ষুকের মেয়ে। আসামী প্রতিবেশী আহম্মদ আলী চার সন্তানের জনক। ভিকটিম বাঁশকান্দা বাজার থেকে ফেরার পথে আহম্মদ আলী জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিমের বড় ভাই আনসার আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আহম্মদ আলী পলাতক ছিল।
গত ২০২১ সালের ১১ অক্টোবর জেলার বিজ্ঞ দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।